তিস্তা নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে নি*খোঁজ এক যুবক

49

ধূপগুড়ি, ২২ জুলাইঃ তিস্তা নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে এসে তলিয়ে গেল এক বন্ধু। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের গজলডোবা সংলগ্ন নিপানিয়া গ্রাম এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ওই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকাজুড়ে। তিস্তার জলে তলিয়া যাওয়া যুবকের নাম রাজু রায়। বয়স ১৮ বছর। তার বাড়ি রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে তিন বন্ধু মিলে স্কুটি করে গাজলডোবা সংলগ্ন নিপাপানিয়া গ্রাম এলাকায় ঘুরতে আসেন। বিকেলে তিন বন্ধু তিস্তার জলের স্নান করতে নামেন। তখন তাদের মধ্যে রাজ রায় তিস্তার জলে তলিয়ে যায়। বাকি দুজন বন্ধুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পরিবার ও ভোরের আলো থানার পুলিশ। পুলিশ গতকাল রাতে সেই যুবকের খোঁজ শুরু করে। সোমবার সকাল থেকে পুনরায় জলে তলিয়ে যাওয়া যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ।