প্রেমিকাকে পেতে বিশাল উচ্চতার মোবাইল টাওয়ারের মাথায় উঠে প্রেমিকাকে পাওয়ার আহ্বান এক যুবকের

54

মালদা, ১৭ ফেব্রুয়ারিঃ শোলে সিনেমার ধাঁচে প্রেমিকাকে পেতে বিশাল উচ্চতার মোবাইল টাওয়ারের মাথায় উঠে প্রেমিকাকে পাওয়ার আহ্বান। ঘটনাটি ইংরেজবাজার থানার বাগবাড়ি বিনপাড়া এলাকার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী। ওই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। যুবকের নাম বাবুলাল মন্ডল। ওই এলাকাতেই বাড়ি।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেল পাঁচটার সময় মদের বোতল নিয়ে টাওয়ারে উঠে সেখানেই মদ পান করে এবং বিয়ের জন্য চিৎকার করতে থাকে ওই যুবক। এবং বলে তাকে বিয়ে দেওয়া না হলে সে আত্মহত্যা করবে। এরপর ইংরেজবাজার থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।ওই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি এলাকাজুড়ে।