প্রচারে বেরিয়ে দিল্লিতে কেজরির গাড়িতে হামলা, আপের অভিযোগের আঙুল বিজেপির দিকে

32

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৮ জানুয়ারি, নয়াদিল্লি: নির্বাচনী প্রচার চলাকালীন দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে কালো পতাকা দেখানোর পাশাপাশি তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এক্স হ্যান্ডেলে সেই হামলার ভিডিও প্রকাশ করেছে আম আদমি পার্টি। ঘটনায় সরাসরি গেরুয়া শিবিরের দিকে অভিযোগের আঙুল তুলেছে আপ।

যদিও পালটা তোপ দেগেছে বিজেপি।জানা গেছে, শনিবার দুপুরে দিল্লির বিধানসভা কেন্দ্রে প্রচারে বেরিয়েছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। আচমকা তাঁর গাড়ি ঘিরে কয়েকজন বিক্ষোভ দেখাতে থাকে বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই কেজরিওয়াল যে গাড়িতে চেপে প্রচার সারছিলেন সেই গাড়িতেই এসে পরে একটি বিশাল পাথর। ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে আপ।

আপের অভিযোগ, বিজেপি প্রার্থী পরবেশ ভার্মার গুণ্ডারাই এমন কাণ্ড ঘটিয়েছে। কেজরিওয়াল যাতে কোনওভাবেই প্রচার করতে না পারেন সে কারণেই তাঁকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে আপের পাল্টা চ্যালেঞ্জ, কাপুরুষের মতো আক্রমণ করে ওঁকে ভয় দেখানো যাবে না। দিল্লির মানুষ এর উপযুক্ত জবাব দেবে।

অন্যদিকে, পাল্টা বিজেপি প্রার্থী পরবেশের তরফে দাবি করা হয়েছে, এদিন প্রচারের সময় কেজরিওয়ালের গাড়ি দুই বিজেপি সমর্থককে ধাক্কা মারে। তাঁদের পা ভেঙে গিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট। ভোটগণনা হবে ৮ ফেব্রুয়ারি। তার আগে রাজনৈতিক দলগুলির প্রচার এবং প্রস্তুতি তুঙ্গে। দিল্লিতে কংগ্রেস এবং বিজেপির সঙ্গেই আপের মূল লড়াই। দিল্লি বিধানসভায় মোট আসন ৭০টি। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ১৭ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২০ তারিখ পর্যন্ত।