সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে ৭৪ কিলোমিটার পাড়ি দিয়ে কোচবিহারে এসে রক্ত দিয়ে রোগীর প্রাণ বাঁচালেন অভিজিৎ

0
29

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুলাই, কোচবিহার: জেলায় দুটো ব্লাড ব্যাংকই রক্তশূন্য। সেইদিক বিবেচনা করে সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে ৭৪ কিলোমিটার বাসে চড়ে কোচবিহারে এসে রক্ত দিয়ে রোগীর প্রাণ বাঁচালেন অভিজিৎ মন্ডল।

তিনি জানান মানবতার ডাকে সাড়া দিয়ে জোরাই রামপুর থেকে রক্ত দিতে এসেছেন তিনি। রক্তদান জীবন দান সেই কথা চিন্তা করে আজ একটি মানুষের প্রাণ বাঁচালেন অভিজিৎ। অভিজিৎ পেশায় রাজমিস্ত্রির সহকারীর কাজ করেন। তার সমস্ত কাজকর্ম ফেলে চলে আসলেন কোচবিহার সেন্ট জন্স ব্লাড ব্যাংকে।

এসে তার মূল্যবান রক্ত সেই রোগীর পরিবারের হাতে তুলে দিলেন। ২২ বছর বয়সী অভিজিৎ আরো বলেন, “এরপরেও যদি কোনো রোগীর রক্তের দরকার হয় আমি ছুটে যাব সেই জায়গায়।” রোগীর পরিবারের পক্ষ থেকে অভিজিৎকে ধন্যবাদ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here