কোচবিহার, ৯ ফেব্রুয়ারিঃ ৩১তম বর্ষের তোর্সা কাপের ফাইনাল ম্যাচ শুরু হল ঘুঘুমারিতে। এদিন তোর্সা সংঘের উদ্যোগে তোর্সা কাপ ২০২৫ অনুষ্ঠিত হয় ঘুঘুমারি খেলার মাঠে। এদিন বেলুন উড়িয়ে, দুই দলের প্লেয়ারদের সাথে হাত মিলিয়ে এই খেলার শুভ সূচনা করেন কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিৎ দে ভৌমিক,বিশিষ্ট সমাজসেবী আব্দুল কাদের হক,সায়নদ্বীপ গোস্বামী সহ আরও অনেকে। এই ম্যাচ ঘিরে সাধারণ মানুষের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।
জানা গেছে,দীর্ঘ ৩১ বছর ধরে ঘুঘুমারি এলাকায় তোর্সা সংঘ নানান সামাজিক কর্মকাণ্ড করে চলেছে। তাদের উদ্যোগে দীর্ঘ ৩১ বছর ধরে এই তোর্সা কাপ খেলা হয়ে আসছে। এবার তোর্সা কাপ ২০২৫ এর শুরু হয়। আজ তার ফাইনাল ম্যাচ। সেই ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করেন কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিৎ দে ভৌমিক।
কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিৎ দে ভৌমিক জানান,কোচবিহারের একটি ঐতিহ্যবাহী ক্লাব হল তোর্সা সংঘ। এই সংঘ দীর্ঘ ৩১ বছর ধরে নানা সামাজিক কাজ কর্মের সাথে যুক্ত রয়েছে। ওই সংঘের পরিচালনায় ৩১তম তোর্সা কাপ অনুষ্ঠিত হচ্ছে। তাদের এই তোর্সা কাপ দেখে অনুপ্রাণিত হয়ে আমরা কোচবিহার হেরিটেজ কাপ শুরু করি। এই তোর্সা কাপ ২০২৫-এ যারা অংশ গ্রহণ করেছেন কিন্তু ফাইনাল পর্যায়ে আসতে পারেন নি। তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল আগামী দিনে যেন আপনারাও চূড়ান্ত পর্যায়ে পৌছাতে পারেন সেই আশাই রাখছি। কোচবিহারের ঐতিহ্যবাহী তোর্সা সংঘের বেসরকারি ভাবে এতদিন একটা টুনামেন্ট করে আসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তাদের ওই এতবড় খেলায় আমাদের অতিথি হিসেবে আমন্ত্রণ করায় আমরা নিজেকে ধন্য বলে মনে করছি।