কোচবিহার, ১৩ নভেম্বরঃ লোকসভা ভোটের আগে জেলায় জেলায় সাংগঠনিক রদবদল করল তৃণমূল। সোমবার সেই তালিকা প্রকাশ করা হয়েছে রাজ্য তৃনমূল কংগ্রেসের পক্ষে। সারা রাজ্যের বিভিন্ন জেলার জেলা সভাপতি ও চেয়ারম্যানের নাম ঘোষণা করেন রাজ্য কমিটি। সেই তালিকাতে দেখা যায় কোচবিহারের জেলা তৃনমূল কংগ্রেসের দ্বিতীয়বারের জন্য সভাপতি হিসেবে নিযুক্ত হন অভিজিৎ দে ভৌমিক। গত বছরও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন অভিজিৎ দে ভৌমিক। এবারও তাকেই সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। পাশাপাশি গত বছর কোচবিহার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ছিলেন গিরিন্দ্র নাথ বর্মণ। তাকে ফের দ্বিতীয়বারের জন্য চেয়ারম্যান পদে বহাল রাখা হয়।
জানা গেছে, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বর্তমান কোচবিহারের রাজনীতির এক বিশেষ মুখ অভিজিৎ দে ভৌমিক। তিনি একজন আইনজীবীও বটে। ওকালতির পাশাপাশি রাজনীতিতেও তিনি সিদ্ধহস্ত। তাই হয়তো বারংবার অভিজিৎকেই ভরসা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, অভিষেক ব্যানার্জী সহ রাজ্য তৃনমূল নেতৃত্বরা।
দ্বিতীয়বার জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া অভিজিৎ দে ভৌমিক জানান, এই মুহূর্তে দলের এই সিদ্ধান্তে তিনি আনন্দ হওয়ার থেকেও বেশি দায়িত্ব অনুভব করছেন। ৪ মাস পেরোলেই লোকসভা নির্বাচন, গত পঞ্চায়েত নির্বাচনে তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে যেভাবে ভাল ফল করেছেন সেভাবেই তার এবার লক্ষ্য থাকবে আসন্ন লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভাকে জেতানো। তাই এদিন তিনি তার বক্তব্যের মাধ্যমে তার দলীয় কর্মীদের লড়াই করে যাওয়ার বার্তা দেন। এখন তার তথা তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য লোকসভা নির্বাচনে জয় নিশ্চিত করা জানান অভিজিৎ দে ভৌমিক।