কোচবিহার, ১০ ফেব্রুয়ারিঃ দুটি কালভার্টের কাজের শুভ সূচনা করলেন এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিৎ দে ভৌমিক। এদিন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারী অঞ্চলের বৈরাতি এলাকায় মধুর চৌপথি এবং জগৎজল্লিতে ওই দুটি কালভার্টের কাজের সুচনা হয়। এদিন সেখানে অভিজিৎ বাবু ছাড়াও উপস্থিত ছিলেন ওই অঞ্চলের জনপ্রতিনিধি কালিশঙ্কর রায়, শিবু বর্মণ, নিত্যানন্দ বর্মণ, অনিরুদ্ধ বর্মণ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।
জানা গেছে,বর্ষার সময় এলাকার মানুষের নানাভাবে দুর্ভোগের মধ্যে পড়তে হয়।তারা দীর্ঘদিন ধরে ওই চান্দামারী অঞ্চলের বৈরাতি এলাকায় লোকজন কালভার্টের দাবি করে আসছেন। এই এলাকার মানুষের কথা মাথায় রেখে জেলা পরিষদের অর্থানুকুল্যে প্রায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে মধুর চৌপথি এবং জগৎজল্লিতে এলাকায় দুটি কালভার্টের কাজের সুচনা করা হয়।
এদিন এবিষয়ে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান,এই এলাকার মানুষের দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে,বর্ষাকালে এই এলাকার মানুষের যাতায়াতের খুবেই অসুবিধা হয়। এবং জল নিকাশি ব্যবস্থা বেহাল ছিল। সেই কারনে জল নিকাশি ব্যবস্থা সুন্দর করতেই এলাকার মানুষের দাবিকে মান্যতা দিয়ে জেলা পরিষদের অর্থানুকুল্যে প্রায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে মধুর চৌপথি এবং জগৎজল্লিতে এলাকায় দুটি কালভার্টের কাজের সুচনা করলাম।