খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৫ জানুয়ারি, কলকাতা: মেদিনীপুরের স্যালাইন কাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, স্যালাইন কাণ্ড নিয়ে সার্বিক তদন্ত হওয়া উচিত। দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। বুধবার ফলতায় সেবাশ্রয় শিবিরে গিয়েছিলেন অভিষেক।
সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেক বলেন, “স্যালাইন কাণ্ডে প্রসূতির মৃত্যু দুঃখজনক। কেউ দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কারও গাফিলতি প্রমাণ হলে শান্তি হবেই। রাজ্য সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তও চলছে। মানুষের প্রাণ মণিমুক্তোর মতো।”
তৃণমূল সাংসদের কথায়, এমন কাজ এই সরকার আগেও করেছে। দলমত নির্বিশেষে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, এবারও তাই হবে। দিন কয়েক আগে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজন প্রসূতি সন্তানের জন্ম দিয়েছিলেন। সেই ঘটনার কিছু সময় পরেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন।
জেলা হাসপাতালেই মারা যান মামণি রুইদাস নামে একজন। তারপরই অভিযোগ ওঠে বিষাক্ত স্যালাইন দেওয়া হয়েছে তাঁদের। বিষয়টি নিয়ে কড়া অবস্হান নেয় রাজ্য স্বাস্থ্যদপ্তর। ইতিমধ্যেই রিঙ্গার ল্যাকটেট ব্যবহার আপাতত নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। শুধু তাই নয়, গোটা ঘটনায় তদন্তের ভার দেওয়া হয়েছে সিআইডিকে।