মালদায় নারী নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়িতে এবিভিপির বিক্ষোভ

42

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৩ জুলাই, শিলিগুড়িঃ মালদায় মহিলাদের বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)র।

পশ্চিমবঙ্গের মালদা জেলার পাকুয়াহাটে মহিলাদের বিবস্ত্র করে নারকীয় নির্যাতন করার অভিযোগ ওঠে।এই ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ প্রদর্শন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

রবিবার শিলিগুড়ির হাসমি চকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের  দাবি, ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।পাশাপাশি রাজ্যের মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে হবে।

হাসমিচকে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুল দাহ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয় ও কুশপুতুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও বচসা বাঁধে।পরবর্তীতে অবস্থান বিক্ষোভ করে ঘটনার ধিক্কার জানান সংগঠনের সদস্যরা।