কোচবিহার, ২৭ আগস্টঃ চান্দামারি ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মিছিল বের হয় স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের। ওই মিছিল নিয়ে অভিযুক্তের বাড়ির যাচ্ছিল তারা। ওই মিছিলে অংশ নেন এবিভিপি বিভিন্ন কার্যকরতারা। পরে পুলিশ তাদের বাঁধা দিলে পুলিশের সাথে ধ্বস্তাধস্তি বাঁধে তাদের। সেখানে পুলিশের মারে আহত হয় এবিভিপির রাজ্য সম্পাদক দ্বীপ্ত দে। পরে তাকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল ও হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করে তাকে ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, গতকাল রাতে চান্দামারি এলাকায় এক ৯ বছরের নাবালিকাকে ধর্ষণ করে এক ব্যক্তি। ওই ঘটনার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ দুপুরে স্থানীয় লোকজন এক সাথে জমায়েত হলে পুলিশ তাদের সরিয়ে দিতে যায়। পরে পুলিশের সাথে ধ্বস্তাধস্তি বাঁধে স্থানীয়দের। পরে স্থানীয়রা অভিযুক্তের বাড়ির দিকে ছুটে গেলে কোন রকমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে ছাত্রছাত্রীরা অভিযুক্তের শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিল নিয়ে তারা অভিযুক্তের বাড়ির দিকে যায়। ওই মিছিলের সামনের সারিতে ছিল এবিভিপির রাজ্য সম্পাদক দ্বীপ্ত দে। পরে ওই মিছিল আটকাতে গেলে পুলিশের সাথে ধ্বস্তাধস্তি বাঁধে। পরে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে লাঠির আঘাতে মাথায় ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল ও হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
এদিন এবিষয়ে এবিভিপির রাজ্য সম্পাদক দ্বীপ্ত দে জানান, আমরা শান্তি পূর্ণ মিছিল করছি ছাত্রছাত্রীদের নিয়ে। পরে সেই মিছিল নিয়ে আমরা অভিযুক্তের বাড়ির দিকে গেলে পুলিশ আমাদের মিছিল আটক করে দেওয়ার চেষ্টা করে। পুলিশ সেই সময় আমাদেরকে মারধোর করেন এবং আমার পুলিশের লাঠির আঘাতে আমার মাথা ফেটে যায় বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, পুলিশ এখন তৃনমূলের দলদাসে পরিণীত হয়েছে। পুলিশ ধর্ষকদের কিছু করতে পারছে না। যারা দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন করেন বা বিক্ষোভ দেখান পুলিশ তাদের পেটায় বলে জানান তিনি।