খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ জুন, শিলিগুড়ি: কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের বিজন বাড়ি যাওয়ার পথে জামুনির কাছে দুর্ঘটনার কবলে পড়ল ভোট কর্মীদের গাড়ি। ঘটনায় চাঞ্চল্য ছড়ালে এলাকায়। স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করেন।
জানা গিয়েছে, কার্শিয়াং থেকে বিজন বাড়ির দিকে যাচ্ছিলেন ভোটকর্মীরা। শুক্রবার সকালে ভোট কর্মীদের গাড়িটি জামুনির কাছে এসে পৌঁছতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। ঘটনায় গাড়িতে থাকা ছয় জন আহত হন। তবে কারও কোনও বড় চোট লাগেনি। জানা গিয়েছে ওই ভোট কর্মীরা বিজন বাড়ি হাইস্কুলে ভোটের প্রশিক্ষণের কাজে যাচ্ছিলেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন।