মাথাভাঙ্গা, ১৩ জানুয়ারিঃ বোমা ফেটে গুরুতর আহত হল এক পঞ্চম শ্রেণীর ছাত্র। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১নং ব্লকের হাজরাহাট ১নং গ্রাম পঞ্চায়েতের বালাসী এলাকায়। ওই ঘটনার পর আহত ওই শিশুকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মাথাভাঙ্গা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের বালাসী এলাকার একটি বাড়ির পাশের বাগানে খেলছিল পঞ্চম শ্রেণির এক ছাত্র। সেই খেলার সময় তার নজরে আসে একটি বোতল। ওই বোতলে বোমা থাকায় তাতে হাত দিতেই বিকট আওয়াজ করে ফেটে যায়। বিকট আওয়াজ পাওয়ার পর আশপাশের লোকজন ছুটে এসে দেখেন শিশুটি অজ্ঞান হয়ে পড়েছে। পরে ওই আহত ছাত্রকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই ছাত্র।
পুলিশ সূত্রে জানা গেছে,আহত ওই শিশুর নাম চন্দ কুমার মণ্ডল (১০)। তার বাড়ি বালাসী এলাকায়। জানা গেছে, শিশুটি বাড়ির পাশে মাঠে খেলছিল। সেই সময় প্লাস্টিকের বোতলে থাকা কিছু বারুদ কুড়িয়ে পায় ওই শিশু। শিশুটি বুঝতে পারে নি ওটি বোমা। পরে বোতলে হাত দিতেই সেটা ফেটে যায়। কে বা কারা কী কারনে ঘনবসতিপূর্ণ এলাকায় ওই বোমা গুলি রেখে গেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।