খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ জুন, শিলিগুড়ি: পুলিশি হেপাজতে থাকাকালীন পালিয়ে যাওয়া এক আসামিকে শিলিগুড়ির গুরুংবস্তি সংলগ্ন মহানন্দা নদীর নিচ থেকে গ্রেপ্তার করল পানিট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ।
জানা গিয়েছে, শিলিগুড়ির বিধান মার্কেটে চুরির ঘটনায় ২৫ তারিখ অভিযুক্ত সঞ্জয় সিং ওরফে পটলকে গ্রেপ্তার করেছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ। ২৬ তারিখ তাকে আদালতে পেশ করা হলে তাকে ৫ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন শিলিগুড়ি আদালতের বিচারক। পরদিন অর্থাৎ ২৭ তারিখ তাকে স্বাস্হ্যপরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়। ফেরার সময় পুলিশকে ধাক্কা দিয়ে আউটপোস্টের সামনে থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
তারপর থেকেই তার খোঁজ শুরু হয়। অবশেষে গতকাল রাতে শিলিগুড়ি পুরনিগমের ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গুরুংবস্তি এলাকার মহানন্দা নদীর নিচ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।