আচমকা অসুস্হ! শুটিংয়ের মাঝেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল রজনীকান্তকে

20

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ অক্টোবর, চেন্নাই: হাসপাতালে দক্ষিণী অভিনেতা রজনীকান্ত। সোমবার রাতে তাঁকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থা আপাতত স্থিতিশীল। জানা গিয়েছে সোমবার পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েন অভিনেতা রজনীকান্ত। সেই সময় তিনি পরিচালক লোকেশ কনগরাজের ‘কুলি’ ছবির শুটিং করছিলেন।

যন্ত্রণা বাড়ায় ওই রাতেই তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় চেন্নাইয়ের প্রথম সারির একটি হাসপাতালে। তবে চিকিৎসকরা তাঁকে সবসময় পর্যবেক্ষণে রেখেছেন। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত ৭৩ বছরের তারকা বা তাঁর পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

হাসপাতাল থেকেও কোনও রকমের মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। তবে সূত্র মারফত শোনা যাচ্ছে হৃদরোগেও আক্রান্ত হয়ে থাকতে পারেন তিনি। এদিকে খবর সামনে আসতেই অভিনেতা থেকে শুরু করে রাজনীতিবিদরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। তিনি সুস্থ হয়ে আবারও ফিরবেন সেটে, অপেক্ষায় ভক্তরা।

প্রায় এক দশক আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন এই সুপারস্টার। কিছুদিন আগেই সক্রিয় রাজনীতিতে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছিলেন রজনীকান্ত। নতুন বছরেই নিজের দলের নাম জানাবেন বলে কথা দিয়েছিলেন। পরে তিনি আবার শারীরিক সমস্যার কারণে রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানান অনেকে।

রজনীকান্ত, যাঁকে ভালোবেসে সকলে ‘থালাইভা’ নামে ডাকে, ভারতীয় সিনেমার অন্যতম বিখ্যাত অভিনেতা। শিবাজি, বাশা, এনথিরান (রোবট), আনাত্তে, পেট্টা, কালা, দরবার এবং কাবালি-সহ বহু সফল সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। চার দশকেরও বেশি সময় ধরে অসাধারণ অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা করে আসছেন। তাঁর শেষ রিলিজ ছিল জেলার, যা ২০২৩ সালে ৯ অগস্ট মুক্তি পেয়েছিল। এবং বক্স অফিসে পাওয়ার হাউজ প্রমাণিত হয়। সেই বছরের অন্যতম বড় হিট ছিল জেলার।