খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ জুলাই, কলকাতা: ধারাবাহিকের সেটে দুর্ঘটনা। তাতেই গুরুতর জখম হয়েছেন অভিনেতা রুবেল দাস। ভেঙে গিয়েছে দু’টি গোড়ালি। আপাতত রয়েছেন বারাসাতের বাড়িতে। ফলে শুটিং বন্ধ সিরিয়ালের।
জানা গিয়েছে, সিরিয়ালে মারপিটের দৃশ্যে শুটিং চলছিল। সেই সময় বাসের উপর থেকে লাফ দিতে গিয়ে আচমকা পড়ে যান তিনি। তাঁকে ছয় সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
রুবেলের প্রেমিকা তথা অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য ইনস্টাগ্রামে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় রুবেলের ছবি দিয়ে শ্বেতা লেখেন, “তুমি আমার সাহসী ছেলে। আমার বিশ্বাস তুমি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি। তুমি ভাল, তাই তোমার সঙ্গে কোনও খারাপ হতে পারে না। শুধু কয়েকটি দিনের অপেক্ষা। তোমায় ভালবাসি, বাবাই। সব সময় রয়েছি তোমার পাশে। শীঘ্রই সুস্থ হয়ে ওঠো।”
জানা গিয়েছে, ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে শুটিং চলাকালীন চোট পান অভিনেতা। রুবেলের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা।