খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ নভেম্বর, কলকাতা: ফের বিয়ে করলেন জনপ্রিয় প্রাক্তন পর্ন তারকা এবং অভিনেত্রী সানি লিওন। মালদ্বীপে উড়ে গিয়ে সমুদ্র সৈকতে সাজানো বিয়ের আসরে তিন সন্তানকে সাক্ষী রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। কিন্তু পাত্রটি কে? না নতুন কোনও পুরুষ মানুষ সানির জীবনে আসেনি। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গেই ফের বিয়ের পিঁড়িতে বসলেন সানি।
জানা যাচ্ছে, সানি ও ড্যানিয়েল দুজনেই চাইছিলেন তাঁদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন। সন্তানদের বিয়ে নামক প্রতিষ্ঠানের সম্পর্কে এবং গুরুত্ব বোঝানোর কারণেই এমনটা করার ইচ্ছে ছিল তাঁদের। সেই কারণেই প্রথম বিয়ের ১৩ বছর পর, ফের বিয়ে করলেন সানি ও ড্যানিয়েল। মালদ্বীপের সৈকতে সেজে উঠেছিল তাঁদের বিয়ে আসর।
বাবা-মায়ের বিয়ের সাক্ষী থাকলেন তাঁদের মিষ্টি তিন সন্তান নিশা, নোয়া ও আশের। সোশাল মিডিয়ায় বিয়ের ছবিও শেয়ার করেন সানি ৷ নীল সমুদ্রের পাড়ে সাদা রঙের গাউনে সেজেছিলেন সানি। ড্যানিয়েল ও বাচ্চাদের পরনেও ছিল সাদা রঙের পোশাক ৷ ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “প্রথমবার আমরা বিয়ে করেছিলাম ভগবান, পরিবার ও বন্ধুদের সাক্ষী রেখে ৷ এবার আমরা বিয়ে করলাম যেখানে শুধুমাত্র আমরা পাঁচজন ৷ তুমি আজও আমার জীবনের ভালোবাসা ৷ আর সারাজীবন আমারই থাকবে ৷”