শুটিং ফ্লোরে চোট পেলেন বরুণ ধাওয়ান, কেমন আছেন অভিনেতা?

0
22

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ অগাস্ট, মুম্বইঃ নতুন ছবির শুটিং শুরু হতেই বিপত্তি। চোট পেলেন অভিনেতা বরুণ ধাওয়ান। জানা গিয়েছে, অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে হাতে চোট পেয়েছেন বরুণ। সেই ছবি অভিনেতা নিজেই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

ছবিতে দেখা যাচ্ছে বরুণের বাঁ হাতের কনুইয়ের অংশটি ফুলে লাল হয়ে রয়েছে। এই ছবি শেয়ার করে বরুণের সাফ কথা, ‘কষ্ট না করলে কেষ্ট মিলবে না’। প্রসঙ্গত, দু-দিন আগেই ছবির শুটিং শুরু করেছেন বরুণ। দক্ষিণী পরিচালক কালিসের পরিচালনায় ‘VD18’ সিনেমায় অভিনয় করছেন বরুণ। কালিসই ছবির চিত্রনাট্য লিখেছেন।

শোনা যাচ্ছে, নতুন এই ছবিতে ধুন্ধুমার অ্যাকশন রয়েছে। বরুণের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশকে। এছাড়াও রয়েছেন ওয়ামিকা গাব্বি। অনুষ্কা শর্মাকেও নাকি ছবিতে দেখা যাবে। সব ঠিক থাকলে আগামী বছর ৩১শে মে মুক্তি পাবে এই ছবি।

প্রসঙ্গত, ২০২৩ সালে এখনও পর্যন্ত বরুণের একটিই সিনেমা মুক্তি পেয়েছে ‘বাওয়াল’। তাও আবার আমাজন প্রাইমে। ছবিতে জাহ্নবী কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন বরুণ। ছবিতে উঠে এসেছে স্বামী-স্ত্রীর সম্পর্কের জটিলতা। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্পও সিনেমায় দেখানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here