অসুস্হ অপর্ণা সেন, কী হয়েছে অভিনেত্রীর?

0
16

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ অগাস্ট, কলকাতাঃ অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী অপর্ণা সেন। শনিবার ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের রজত জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।

রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, দীপঙ্কর দে, রূপা গঙ্গোপাধ্যায়, জর্জ বেকার, দুলাল লাহিড়ী, শান্তিলাল মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, শংকর চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা সহ আরও অনেকেই হাজির ছিলেন অনুষ্ঠানে। কিন্তু অনুপস্হিত ছিলেন অপর্ণা সেন।

সশরীরে হাজির থাকতে না পারলেও শঙ্কর চক্রবর্তী মারফত একটি বার্তা পাঠান অভিনেত্রী। সেখানেই নিজের অসুস্থতার খবর ভাগ করে নেন তিনি। ৭৭ বছর বয়সী অভিনেত্রী জানান- ‘এখন আমার অবস্থা কোথাও যাওয়ার মতো নয়। ব্লাড প্রেসার ফল করেছে। বিছানা ছেড়ে উঠলেই মাথা ঘুরে যাচ্ছে।’

অপর্ণা সেনের চিকিৎসকরা আপতত তাঁকে সম্পূর্ণরূপে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তাই বেডরেস্টেই রয়েছেন তিনি। যদিও তেমন চিন্তার কিছু নেই বলেই জানিয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত বাঙালির অত্যন্ত পছন্দের অভিনেত্রী তিনি। মাত্র ১৬ বছর বয়সে সত্যজিতের ‘অপুর সংসার’ ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন।

কেরিয়ারের শুরুতে সত্যজিতের একের পর এক ছবির নায়িকা হয়েছেন তিনি। ক্যামেরার সামনে যেমন তেমন ক্যামেরার পেছনেও সমান সাবলীল তিনি। পরিচালক অপর্ণার হাত ধরে বাঙালি পেয়েছে ‘36 চৌরঙ্গি লেন’, ‘পরমা’, ‘পারমিতার একদিন’-এর মতো ছবি। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here