খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৩ জুলাই, কলকাতা: গুরুতর অসুস্থ টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। ভর্তি রয়েছেন হাসপাতালে। সূত্রের খবর, সপ্তাহখানেক আগেই সেলুলাইটিসের চিকিৎসা করাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। প্রথমে জেনারেল ওয়ার্ডে থাকলেও, পরবর্তীতে অবস্থা খানিক অবনতি হওয়ায় সিসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও বিপদ কাটেনি। তাই এখনও তাঁকে সিসিইউ-তেই রাখা হয়েছে। মাধবীর পরিবারের তরফে জানানো হয়েছে, অভিনেত্রীর দু’পায়ে র্যাশ বেরিয়েছিল। সেই কারণে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বেশকিছু টেস্টের পর চিকিৎসক জানায়, তাঁর পায়ে সংক্রমণ হয়েছে। তারপর সেই মতো চিকিৎসা শুরু হয়। বর্তমানে স্হিতিশীল রয়েছেন অভিনেত্রী।