খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ জুলাই, কলকাতাঃ বিয়ে করলেন অভিনেত্রী শ্রুতি দাস এবং পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। সমাজমাধ্যমে যুগল খবরটি প্রকাশ্যে এনেছেন। জানা গিয়েছে, রবিবার দক্ষিণ কলকাতায় শ্রুতি এবং স্বর্ণেন্দু আইনি বিয়ে সেরেছেন। অনুষ্ঠানে দুই পক্ষের পরিবার এবং বন্ধুবান্ধব নিমন্ত্রিত ছিলেন।
ইনস্টাগ্রামে নিজেদের নামাঙ্কিত কেকের ছবি দিয়েছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, ‘‘মিস টু মিসেস।’’ কর্মসূত্রেই স্বর্ণেন্দুর সঙ্গে অভিনেত্রীর আলাপ। দীর্ঘ দিন ধরে সম্পর্কে ছিলেন তাঁরা। বিয়ের দিন স্বর্ণেন্দুর পরনে ছিল সাদা ধুতি এবং পাঞ্জাবি। অন্য দিকে শ্রুতির পরনে ছিল সাদা শাড়ি। রুপোর অলঙ্কারে সেজেছিলেন কনে। তাঁদের বিয়ের বিভিন্ন মুহূর্ত কিন্তু সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবি প্রকাশ্যে আসতেই সবাই শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের।