হাসপাতালে ভর্তি আদাহ শর্মা, কেমন আছেন ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী?

0
31

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ অগাস্ট, মুম্বইঃ অসুস্হ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিমেত্রী আদাহ শর্মা। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

জানা যাচ্ছে, খাবার থেকে অ্যালার্জি ও ডায়েরিয়া হয়েছে অভিনেত্রীর। তবে আপাতত খানিকটা সুস্থ হয়েছেন। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। এদিকে ভর্তি হওয়ার পরেই তাঁর চিকিৎসা শুরু হয়। প্রয়োজনীয় ওষুধপত্রও দেওয়া হয়েছে। আপাতত ডাক্তারদের তরফে আদাহ শর্মাকে কয়েকদিনের জন্য বিশ্রামের নির্দেশও দেওয়া হয়েছে।

এই মুহূর্তে আদাহ ব্যস্ত তাঁর আসন্ন সিরিজ়ের প্রস্তুতিতে। প্রসঙ্গত, চলতি মাসেই মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত নতুন সিরিজ ‘কম্যান্ডো’। সেই কাজ চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী

উল্লেখ্য, ‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে অভিনয় করার পর থেকেই রাতারাতি সুপারস্টার আদাহ শর্মা। বলিপাড়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন অভিনেত্রী। হাতে এসেছে একের পর এক কাজও।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here