প্রশাসনিক ভাবে ধূপগুড়ি  মহকুমার কাজ চলছে জোর পর্যায়ে, নতুন করে ১২ জন চিকিৎসকের নির্দেশিকা এল

15

ধূপগুড়ি, ১ আগস্টঃ ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ধূপগুড়িতে জয়ী হলে মহকুমা হবে ধূপগুড়ি। সেই কথা বাস্তবায়ন হয়েছে। প্রশাসনিক ভাবে মহকুমার কাজ জোর পর্যায়ে চলছে।ধূপগুড়ি মহকুমা মহকুমা শাসক থেকে শুরু মহকুমা পুলিশ আধিকারিক পেয়েছে। মহকুমা স্তরের আদালত তৈরির প্রক্রিয়াও চলছে। সেই সঙ্গে ধূপগুড়ি গ্রামীন হাসপাতাল আগেই নাম পেয়েছিল মহকুমা হাসপাতাল।

কিন্তু পরিকাঠামো গত উন্নয়ন এবং চিকিৎসকের অভাব তো ছিল। তবে সেই অভাব মেটাতে ইতিমধ্যেই নতুন করে তিন চিকিৎসক নিযুক্ত হয়েছেন। যদিও চার চিকিৎসকের নির্দেশিকা এসেছিল।এবার নতুন করে ১২ জন চিকিৎসকের নির্দেশিকা এল বুধবার সন্ধ্যায়। বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে অ্যানাস্থেটিস্ট মিলিয়ে ১২ জনের নির্দেশিকা এসেছে বলে জানা গিয়েছে।

ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর চক্রবর্তী বলেন, আগে চারজনের নির্দেশিকা এসেছিল, তিন জন এসেছেন, এবারে ১২ জনের নির্দেশিকা এসেছে। পরিকাঠামো গত কিছু প্রয়োজন রয়েছে সেগুলো হলে অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হবে। সেই সঙ্গে হাসপাতালের সুপার প্রয়োজন।