মডেল স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু জয়গায়

43

আলিপুরদুয়ার, ২ জুনঃ জয়গাঁ মডেল স্কুলের ভর্তি প্রক্রিয়া শুরু হল। তার আগে পঞ্চায়েত সদস্য ও গ্রামবাসীদের নিয়ে স্কুল পরিষ্কার করলেন জয়গা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান কমল পাখরিন। খুব শীঘ্রই শুরু হবে এই স্কুলে পঠনপাঠন। জয়গাঁ এই স্কুলের মধ্যমে পেল একটি উচ্চ বিদ্যালয়। হিন্দি মাধ্যমে পড়াশুনো হবে স্কুলে। ২০২৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ভাবে স্কুলটি উদ্বোধন করেছিলেন।

সম্প্রতি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্কুল চালু করার উদ্যোগ নেওয়া হয়। তারপর থেকে দুবার জেলা শিক্ষা দপ্তরের প্রতিনিধিরা স্কুল পরিদর্শন করেছেন। তার আগে স্কুল সাফাই করলেন প্রধান কমল পাখরিন। স্কুলে এসে অভিভাবক ও পড়ুয়াদের যাতে ভালো লাগে তার জন্য এই কাজ বলে জানা যায়।

কমল পাখরিন জানান, “যারা তাদের ছেলে মেয়েদের পড়তে পাঠাবেন তারা স্কুল দেখে যাতে খুশি হন,পরিবেশ যাতে তাঁদের মনে ধরে। তার জন্য আমাদের এই প্রয়াস।”