১২ ঘণ্টা পর জাফিকুলের বাড়ি ছাড়ল সিবিআই, কত টাকা উদ্ধার হল?

164

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ নভেম্বর, মুর্শিদাবাদঃ ১২ ঘণ্টা পর তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি ছাড়লেন সিবিআই আধিকারিকেরা। সূত্রের খবর, তৃণমূল বিধায়কের শয়নকক্ষ থেকে মিলেছে ২৪ লক্ষ টাকা। এছাড়া বাথরুমের ভিতরে কুঠুরিতেও নাকি প্রায় ৮ লক্ষ টাকা রাখা ছিল। বাড়ি আনাচে কানাচে লুকোনো টাকা মিলিয়ে নগদ ৩৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

মুর্শিদাবাদের ডোমকলের বিধায়ক জাফিকুলের বাড়ি থেকে বেরোনোর সময় কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে দু’টি ব্যাগ ছিল। আর ছিল লাল কাপড়ে মোড়া কিছু জিনিস। সিবিআই সূত্রে দাবি, বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হওয়া নগদ অর্থের একাংশ বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া জাফিকুল ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্কের নথি, বাড়ির দলিল এবং  জাফিকুলের স্ত্রী বীণার সোনার গয়না বাজেয়াপ্ত করেছে সিবিআই ।

সিবিআই সূত্রে জানা গেছে, এই সোনার গয়না কবে এবং কোথা থেকে কেনা হয়েছে, সেই সংক্রান্ত কোনও প্রমাণ দেখাতে পারেননি বিধায়কের স্ত্রী। তারপরেই তা  বাজেয়াপ্ত করা হয়। সিবিআই সূত্রে খবর, এ ছাড়াও দু’টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল হতেই কেন্দ্রীয় বাহিনী সহযোগে মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি।

যদিও বিধায়ক জাফিকুল তখন সেখানে ছিলেন না। বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দেওয়ার জন্য কলকাতায় এসেছিলেন তিনি। তাঁর অনুপস্থিতিতেই বাড়িতে চিরুনি তল্লাশি চালায় সিবিআই। জানা যায়, পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটের মতোই ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে বিপুল পরিমাণ নগদ টাকার হদিস মিলেছে। সেই টাকার অঙ্ক মেলাতে আনা হয় টাকা গোনার মেশিন। সেকথা জানাজানি হতেই হুলস্থুল পড়ে যায়।

রাজ্যের আরও কয়েকটি জায়গায় বৃহস্পতিবার সকালে হানা দিয়েছিল সিবিআই। তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী তথা বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত।