৯ বছর বাদে ফের ধর্মতলাতে মেগা জনসভা বিজেপির

0
25

খবরিয়া২৪ নিউজ ডেস্ক,২৯ নভেম্বরঃ ২০১৪এর ৩০শে নভেম্বরের পর প্রায় ৯ বছর বাদে ২০২৩ এর ২৯ শে নভেম্বর ভিক্টোরিয়া হাউজ এর সামনে বিজেপির কলকাতা চলো অভিযানের মেগা জনসভা। যে জায়গায় একুশে জুলাই এর শহীদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন প্রতি বছর ঠিক একই জায়গায় লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি ভোকাল টনিক দেন সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।

৬৬ ফুট লম্বা ৪৪ ফুট চওড়া ও ১৪ ফুট উঁচু মঞ্চের সামনের সারিতে থাকবেন অমিত শাহ সহ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা, মাঝখানে থাকবেন বিজেপির সাংসদ থেকে শুরু করে বিধায়করা এবং সর্বশেষ স্তরে থাকবেন রাজ্য বিজেপির বিভিন্ন মোর্চা ও জেলা স্তরের নেতৃত্বরা। মঞ্চ সংলগ্ন এলাকায় থাকবেন বঞ্চিত বঙ্গবাসী।

সেখানে ব্যবস্থা কর্মীদের জন্য দুপুরের খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। মেনুতে থাকছে ডাল, ভাত, সবজি, চাটনি। শিয়ালদহ স্টেশনের সামনে খাওয়ানো হচ্ছে বিজেপি কর্মীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here