তিন রাজ্যে গেরুয়া ঝড়, সোমবার বিধানসভায় বিজয়োৎসব করবেন সাসপেন্ডেড শুভেন্দু

75

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ ডিসেম্বর, কলকাতাঃ তিন রাজ্যে বিজেপির কাছে ধরাশায়ী কংগ্রেস। রবিবার তিন রাজ্যে জয়ের গন্ধ পেতেই দেশ জুড়ে উৎসব শুরু হয়েছে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে।  এই আবহে সোমবার বিধানসভায় বিজয় মিছিল এবং লাড্ডু বিলি করা হবে বলে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এমনিতেই বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড রয়েছেন বিরোধী দলনেতা। তাই বিধানসভার লবির বাইরে বিজেপি বিধায়কদের বিজয়োৎসবে শামিল হয়ে শাসকদল এবং স্পিকারকে বিড়ম্বনায় ফেলতে পারেন তিনি। এমনটাই মনে করছে বিধানসভার একটি সূত্র। বলেই ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। স্পিকারের অনুমতি ছাড়া কীভাবে বিজেপি বিধায়করা বিজয়োৎসব পালন করবেন, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

স্পিকারের সঙ্গে বিজেপির সংঘাত আগামীকাল আরও জোরাল আকার ধারণ করতে পারে বলেই মনে করা হচ্ছে। বিধানসভা চত্বরে প্রতিবাদ, মিছিল, বিক্ষোভ, ধর্নার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন স্পিকার। এই ধরনের কোনও কর্মসূচি গ্রহণের আগে তাঁর কাছে অনুমতির জন্য আবেদন করতে হবে। সেই আবেদন মঞ্জুর হলে তবেই বিধানসভা চত্বরে কোনও কর্মসূচি করা যাবে। শুভেন্দুর এই ঘোষণায় স্পিকারের সঙ্গে তাঁর দ্বন্দ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

যদিও বিজেপির দাবি, স্পিকারের কোনও লিখিত নির্দেশিকা কোনও বিধায়কের হাতে এসে পৌঁছয়নি। আর স্পিকার প্রতিবাদ সভায় নিষেধাজ্ঞা জারি করেছেন। বিজয়োৎসবে কোনও নিষেধাজ্ঞা নেই। তাছাড়া সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর আসার কথা। বিধানসভাতেই হবে মন্ত্রিসভার বৈঠক। তাই এমন একটি দিনে বিজেপির তিন রাজ্যে জয় নিয়ে বিধানসভায় বিজয় মিছিল করে বাংলার শাসকদলের উপর চাপ তৈরি করতে চাইবেন ‘সাসপেন্ড’ শুভেন্দু, এমনটাই মনে করছে রাজনৈতিকমহল।