খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ জুলাই, কলকাতা: পায়ে সফলভাবেই অস্ত্রোপচার (সার্জিকাল প্রসিডিওর) শেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ হাসপাতাল থেকে হুইলচেয়ারে বসে বাইরে বেরোন মমতা। তাঁর পর তাঁকে গাড়িতে বসিয়ে বাড়ি নিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে থাকলে বললেও রাজি হননি তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, মমতাকে আপাতত কিছু দিন বিশ্রামে থাকতে হবে। একই সঙ্গে বেশ কিছু বিধিনিষেধও মেনে চলতে হবে।
কপ্টার দুর্বিপাকে হাঁটুতে চোট পান মুখ্যমন্ত্রী। গত এক সপ্তাহ ধরে নিয়মিত বাড়িতে থেরাপি চলেছে তাঁর। এসএসকেএমের চিকিৎসকরা কালীঘাটের বাড়িতে গিয়ে সেই থেরাপি করে এসেছেন। এরপর বৃহস্পতিবার হাসপাতালে তাঁর হাঁটুর ফ্লুইড বের করা হয়। হাঁটু থেকে জমা ফ্লুয়িড বের করার পর সন্ধ্যা নাগাদ বাড়ির পথে রওনা দেয় তাঁর গাড়ি। এদিন হুইল চেয়ারে বসে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন মমতা। তবে হাসপাতাল থেকে ছুটি পেলেও মুখ্যমন্ত্রীকে বাড়িতে বেশ কিছু নিয়ম এবং বিধি-নিষেধ মেনে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।