খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুন, কলকাতা: বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে বঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় ইডির আতসকাঁচের নীচে এবার অভিনেত্রী তথা রাজ্যের যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্হা। মঙ্গলবার তাঁকে ইডির তরফে নোটিশ পাঠিয়ে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে ইডির নোটিসের পর হঠাৎই বাড়িতে নেই তিনি। কোথায় গেলেন? তাঁকে বারংবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কোনও সাড়া মেলেনি। আজ সকালে সায়নীর গল্ফগ্রিন এলাকায় বিক্রমগড়ের বাড়িতে গিয়ে তাঁর দেখা পাওয়া যায়নি। সায়নীর ফ্ল্যাটের কেয়ারটেকার লাল্টু বলেন, ‘ম্যাডাম নেই। সকালে গাড়ি নিয়ে বেরিয়েছেন। কোথায় যাচ্ছেন বলেননি। কখন আসবেন কেউ জানে না।’
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলীর তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে সায়নীকে তলব করা হয়েছে। কুন্তলের সম্পত্তির তদন্ত করতে গিয়েই সায়নীর নাম সামনে আসে বলে সূত্রের খবর। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হতে বলা হয়েছে সায়নীকে। তিনি আসবেন না হাজিরা এড়াবেন সেই দিকেই নজর সকলের।