খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ জুলাই, কালনাঃ সিপিএমের টিকিটে গ্রাম পঞ্চায়েতের আসনে প্রার্থী হয়েছিলেন। ভোটে জিতেই আর এক মুহূর্ত দেরি না করে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে সটান তৃণমূলে যোগ দিলেন গীতা হাঁসদা। পূর্ব বর্ধমানের কালনা এক নম্বর ব্লকের কাঁকুড়িয়া পঞ্চায়েতের ঘটনা।
কাঁকুড়িয়া পঞ্চায়েতের সহজপুরের ১৬৯ সংসদ থেকে সিপিএমের টিকিটে জিতেছেন গীতা। কাঁকুড়িয়া পঞ্চায়েতের ১৮টি আসনের মধ্যে তৃণমূল ১৭টি আসনে জয়লাভ করেছিল। একটি আসনে সিপিএম জয় লাভ করে। যদিও জয়ের পরেই গণনাকেন্দ্র থেকে বেরিয়ে প্রার্থী গীতা যোগ দিলেন তৃণমূলে। ফলে পঞ্চায়েতটি বিরোধীশূন্য হয়ে গেল। গীতা এ প্রসঙ্গে বলেন, ‘‘আগে আমি তৃণমূল করতাম। কিন্তু রেগে গিয়ে সিপিএমে যোগদান করেছিলাম। ফের তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম।’’ বামেরা দাবি করেছে, চাপের কারণে সিপিএম থেকে তৃণমূলে যোগদান করেছেন গীতা। যদিও চাপ দেওয়ার কথা মানতে চায়নি তৃণমূল।