ফের ৯ ফুট অজগর সাপ উদ্ধার মাথাভাঙ্গায়

39

মাথাভাঙ্গা, ২২ ডিসেম্বরঃ ফের অজগর সাপ উদ্ধার মাথাভাঙ্গায়। এদিন অজগরটি উদ্ধার হয় মাথাভাঙ্গা এক নং ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের পুরান কালিবাড়ি এলাকায়। এদিকে এলাকায় অজগর উদ্ধারের খবর পেয়ে ভিড় জমান এলাকাবাসীরা এবং ভিড় জমান পথ চলতি সাধারণ মানুষেরাও। পাশাপাশি খবর দেওয়া হয় সর্পপ্রেমী মফিজুল বাজিকরকে।

এদিকে লোকালয়ে থাকা অজগরটি একটি গাছের মগডালে উঠে দলা পাকিয়ে বসে থাকে। পরে সর্পপ্রেমী মফিজুল বাজিকর এসে গাছের মগডাল থেকে সেই অজগরটিকে উদ্ধার করেন। তবে এবার যে এলাকায় অজগর উদ্ধার এই প্রথম তা নয়,পাশেই বেলতলা থেকে দশ দিনে তিনটি অজগর উদ্ধার হয়। আর আজ রবিবার কালিবাড়ি থেকে একটি অজগর উদ্ধারে মোট চারটি অজগর উদ্ধার হল এলাকা থেকে।

এদিন অজগর উদ্ধার বিষয়ে সর্পপ্রেমী মফিজুল বাজিকর বলেন,পাশেই বেলতলা এলাকা থেকে এর আগে অজগর উদ্ধার হয়েছিল আজকে কালিবাড়ি এলাকা থেকে অজগর উদ্ধার হল যার দৈর্ঘ্য প্রায় ৮-৯ফিট। যেহেতু পাশেই মানসাই নদী এবং জঙ্গলও রয়েছে বন্যার সময় এগুলো লোকালয়ে হয়তো চলে এসেছিল সেগুলোই নজরে পড়ছে। তবে মানুষকে সচেতন থাকতে হবে যদি অজগর আকারে বড় হয় তবে বাচ্চাদের ক্ষেত্রে একটু ভয়ের কারণ থাকেই।