ফের কোচবিহার শহরে পর পর দুটি মন্দিরে চুরি,শোরগোল এলাকায়

59

কোচবিহার, ১ আগস্টঃ ফের কোচবিহার শহরের দুটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের সুভাষপল্লী এলাকায় অবস্থিত এনপিএস মাতৃমন্দিরে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায়।

জানা গিয়েছে, ওই দুটি মন্দিরই কামেশ্বরী রোড এলাকায় অবস্থিত। একটি কালী মন্দিরের তালা ভেঙে সেখানকার প্রণামী বাক্স ও পুজোর বাসনপত্র চুরি হয়েছে বলে অভিযোগ। এদিন সকালে মন্দিরের পুরোহিত পুজো দিতে এসে দেখতে পান মন্দিরের তালা ভেঙে রয়েছে পরে সেই পুরোহিত দেখতে পান মন্দিরে থাকা সেই প্রণামীর বাক্সও ভেঙে ফেলা হয়েছে।

পাশাপাশি ওই এলাকায় আরেকটি মাতৃ মন্দিরে একই রকম চিত্র দেখা গেল এই মন্দিরেও তলা ভেঙ্গে দান বাক্স সহ ঠাকুরের অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। যদিও এই বিষয়ে কোচবিহার কোতোয়ালি থানায় একটি অভিযোগ জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

এবিষয়ে কোচবিহার শহরের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার উজ্জ্বল তর বলেন, ‘আমাদের মনে হচ্ছে নেশার টাকা জোগাড়ের জন্যই চুরি করা হয়েছে। পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনার তদন্ত করছেন।’