খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ জুলাই, নয়াদিল্লি: ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। যাত্রীর হাতে মার খেলেন এয়ার ইন্ডিয়ার এক যাত্রী। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ৯ জুলাই। সদ্য তা প্রকাশ্যে এসেছে।
জানা গিয়েছে, মাঝ আকাশে মত্ত ছিলেন ওই যাত্রী। অস্ট্রেলিয়ার সিডনি থেকে নয়াদিল্লি আসছিল ফ্লাইটটি। অভিযুক্ত যাত্রী দিল্লির বাসিন্দা। মাঝআকাশেই তাঁর কোনও এক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয় এয়ার ইন্ডিয়ার এক বিভাগীয় প্রধান সন্দীপ বর্মার সঙ্গে। তিনিও সিডনিতে একটি কাজ সেরে দেশে ফিরছিলেন। বিমান টেক অফ করার পর তাঁর সঙ্গে ওই সহযাত্রীর ঝামেলা বাঁধে। এক কথা, দু কথা হতে হতেই অভিযুক্ত ব্যক্তি হঠাৎই সন্দীপ বর্মাকে কষিয়ে থাপ্পড় মারেন। তাঁর মাথাও ঠুকে দেন বলে অভিযোগ। এই সময়ে পাঁচ জন বিমানসেবিকা এসেও অভিযুক্তকে থামাতে পারেননি।
দিল্লিতে বিমান অবতরণের পর নিরাপত্তা সংস্থার হাতে তুলে দেওয়া হয় ওই যাত্রীকে। পরে অবশ্য তিনি লিখিতভাবে ক্ষমা চান। তবে ডিজিসিএ-কে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত অভিযোগ জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়াও তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।