অভিষেকের সঙ্গে বিচ্ছেদ আসন্ন? নাম থেকে বচ্চন মুছলেন ঐশ্বর্য! 

85

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ নভেম্বর, মুম্বই: অভিষেক ও ঐশ্বর্যর নাকি বিবাহবিচ্ছেদ হতে চলেছে, বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। যদিও তাঁরা দুজনে এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। এরই মাঝে ঐশ্বর্যা গ্লোবাল উইমেনস ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন। যেখান থেকে বুধবার বেশ রাতের দিকেই ফেরেন তিনি।

সেই অনুষ্ঠানের একাধিক ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনা তুঙ্গে। কী এমন ঘটেছে দুবাই উইমেন ফোরামের অনুষ্ঠানে? সেখানে তাঁর পরিচিতি ঘোষণার সময়ে পর্দায় ভেসে উঠল তাঁর নাম-ঐশ্বর্যা রাই, আন্তর্জাতিক তারকা।  দেখা গেল, নিজের নামের পাশ থেকে তিনি মুছে দিয়েছেন ‘বচ্চন’ পদবি!

বিশ্বের কাছে ফের শুধু ঐশ্বর্যা রাই নামেই পরিচয় দিলেন নিজের। অথচ অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের পর থেকেই নিজের নামের সঙ্গে বচ্চন পদবি তিনি ব্যবহার করে এসেছেন। তাহলে কি নীরবে বিচ্ছেদের বার্তা দিলেন অভিনেত্রী? আপাতত সেই জল্পনায় বুঁদ নেটপাড়া। অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই ২০০৭ সালে বিয়ে করেছিলেন। খুব অল্প সময় ডেটিংয়ের পরেই বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। ২০১১ সালের নভেম্বর মাসে তাঁদের ঘরে আসে কন্যা আরাধ্যা বচ্চন।