খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ জুলাই, মুম্বই: ভাঙন ধরল শরদ পওয়ারের দল এনসিপিতে। ৯ জন বিধায়ককে নিয়ে মহারাষ্ট্রের শিবসেনা-বিজেপি জোট সরকারে যোগ দিলেন পওয়ারের ভাইপো তথা মহারাষ্ট্র বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা অজিত পাওয়ার। রবিবার মহারাষ্ট্রের রাজভবনে গিয়ে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অজিত পাওয়ার। সঙ্গে রয়েছেন অন্য এনসিপি নেতারা। মন্ত্রী হিসাবে শপথ নেন প্রবীণ এনসিপি নেতা ছগন ভুজবলও।
আগেই অজিত জানিয়েছিলেন, বিরোধী দলনেতার পদ নয়, তিনি চান সংগঠনের ক্ষমতা। কিন্তু তাঁর সেই দাবিকে আমল দেননি শরদ। ফলে এনসিপিতে অজিতেরর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেই গিয়েছিল। রবিবারই নিজের বাসভবনে অনুগামী বিধায়কদের একাংশকে নিয়ে বৈঠকে বসেন অজিত পওয়ার। সেই বৈঠকেই ঠিক হয় মহারাষ্ট্র সরকারে যোগ দেবেন তাঁরা। আপাতত বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গেই উপমুখ্যমন্ত্রী পদ সামালাবেন অজিত পাওয়ার।