রামমন্দিরের জন্য ‘বিশ্বের সবচেয়ে বড় তালা’! ওজন ৪০০ কেজি, তাক লাগালেন আলিগড়ের শিল্পী

0
40

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৭ অগাস্ট, লখনউঃ রাম মন্দিরের উদ্বোধনের অপেক্ষায় গোটা দেশ। তবে সেই অনুষ্ঠানের আগেই রামমন্দিরের জন্য বিশেষ এক তালা বানিয়ে ফেললেন আলিগড়ের এক শিল্পী সত্যপ্রকাশ শর্মা। তালাটির বিশেষত্ব এর ওজন আর উচ্চতায়। তালাটির উচ্চতা ১০ ফুট। শুধু তাই নয় এই তালার ওজনও যথেষ্টই।

সত্যপ্রকাশের দাবি অনুযায়ী, তালাটির ওজন ৪০০ কেজিরও বেশি। চওড়ায় প্রায় ৫ ফুট, আর যে লোহার পাত দিয়ে তালাটি তৈরি, তা প্রায় ১০ ইঞ্চি পুরু। বিশালাকায় তালাটির চাবির উচ্চতাও ৪ ফুটের বেশি। ইতিমধ্যেই তালাটির ছবি নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। তালার পাশেই দেখা যাচ্ছে সস্ত্রীক সত্য প্রকাশ শর্মাকে।

তাঁর কথায়, এই তালা তৈরি করতে কয়েক মাস সময় লেগেছে। অন্য সব কাজ ভুলে শুধু এই তালাটি তৈরি করেছেন তিনি। খরচও হয়েছে ভালমতোই। দীর্ঘদিন ধরে জমানো প্রায় ২ লক্ষ টাকা এই তালা তৈরিতে খরচ করেছেন তিনি। অবশ্য এই কাজে তাঁর স্ত্রীও সমানভাবে সাহায্য করেছেন বলেই জানিয়েছেন সত্য প্রকাশ।

সত্য প্রকাশ শর্মার স্ত্রী জানান, এর আগে তাঁরা ছয় ফুট লম্বা ও তিন ফুট চওড়া তালা তৈরি করেছিলেন। কিন্তু অনেকেই তাদের আরও বড় তালা তৈরি করার পরামর্শ দেন। এর পর তাঁরা কাজ শুরু করেন। আলিগড়ের বাসিন্দা সত্যপ্রকাশ বরাবরই শ্রীরামের একনিষ্ঠ ভক্ত।

তাঁর পরিবারের অন্যান্যরাও প্রধান আরাধ্য হিসেবে প্রভু রামকেই মনে করেন। তাই রামমন্দির নির্মাণের কথা শুনেই তিনি ঠিক করেছিলেন এক বিশেষ তালা বানাবেন। আসলে তাঁর প্রধান জীবিকাই হল তালা সারানো ও তালা তৈরি করা। ৪৫ বছর ধরে তিনি এই জীবিকার সঙ্গে যুক্ত। আলিগড় ‘তালা নগরী’ বা তালার দেশ নামেও পরিচিত। তিনি আলিগড়ের যে অঞ্চলে থাকেন সেখানে প্রায় সকলেই এই পেশার সঙ্গে যুক্ত।

কিন্তু বিশেষ চমক দিতে গিয়ে তিনি যে এমন কিছু বানিয়ে ফেলবেন তা কেউই ভাবতে পারেনি। সত্যপ্রকাশ শর্মা এই বছরের শেষের দিকে রাম মন্দির কর্তৃপক্ষের কাছে ৪০০ কেজি ওজনের তালা হস্তান্তর করার প্রস্তুতি নিচ্ছেন।

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আধিকারিকরা জানিয়েছেন যে, বিপুল সংখ্যক ভক্ত উপহার দিচ্ছেন। কর্মকর্তারা বলেছেন যে, এই তালাটি কোথায় ব্যবহার করা যায় তা আমাদের দেখতে হবে। অনেকেই মনে করছেন, আগামী দিনে এই তালাটিও রামমন্দিরের অন্যতম দর্শনীয় বস্তু হয়ে উঠবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here