খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ নভেম্বরঃ জয়নগরের তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্করকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ওই ঘটনার জেরে প্রায় ২০ থেকে ৩০টি বাড়ি লুটপাট করে তৃনমূল কর্মীরা। শুধু লুট নয় আগুন দিয়ে পুড়ে দেওয়ার অভিযোগ উঠে শাসকদলের বিরুদ্ধে। তারপর থেকে ওই গ্রামের বহু মানুষ ঘর ছাড়া। তারপর বেশ কয়েকদিন ধরে পুলিশের তৎপরতায় ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে দলুয়াখাকি গ্রাম। ঘর ছাড়া মহিলারা ফের গ্রামে ফিরে আসছে শুরু করেন।
কিন্তু নিজের বাড়িতে ফিরে এসে কান্নায় ভেঙে পড়লো চালতাবেড়িয়া হাই স্কুলের ছাত্রী আলিমা নস্কর। কারণ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় কিভাবে সে নিজের স্বপ্ন পূরণ করবে তা বুঝে উঠতে পারছে না মাধ্যমিক পরীক্ষার্থী আলিমা নস্কর। জানা গেছে, সে বরাবরেই পড়াশুনায় ভালো ছিল।
এদিন এবিষয়ে মাধ্যমিক পরিক্ষার্থী আলিমা নস্কর বলে, বেশ কিছুদিন পর বাড়িতে ফিরে এসে খুঁজে দেখছিলাম আমার কোনও বই আস্ত নেই। বইয়ের দু’চারটে পাতা উদ্ধার করতে পেরেছি। তবে সে সব আর পড়ার মতো অবস্থায় নেই। বলতে গিয়ে চোখের জল বাঁধ মানছিল না। আমার স্বপ্ন ছিল বড় হয়ে অনেক কিছু করার। কিন্তু বাড়ি পুড়ে যাওয়ার আমার সমস্ত ডকুমেন্ট ও বই খাতা পুড়ে ছাই হয়েছে। পাশাপাশি আমার সেই স্বপ্ন পুরে ছাই হয়েছে।
এদিন আলিমার মা মর্জিনা বলেন, দর্জির কাজ করে অনেক কষ্টে মেয়েটাকে পড়িয়েছি। বই পত্র কিনে দেওয়াটা আমাদের মতো মানুষের পক্ষে সহজ ছিল না। মেয়েটা যদি এবার মাধ্যমিকে বসতে না পারে, এত দিনের সব চেষ্টা, সব লড়াই শেষ হয়ে যাবে।
উল্লেখ্য, কালীপুজোর পরের দিন ভোর পাঁচটা নাগাদ স্থানীয় একটি মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় জয়নগরের তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্করকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এই খুনের ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে জয়নগরের বামুনগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দলুয়াখাকি গ্রাম। ২০ থেকে ২৫টি বাড়িতে ব্যাপক লুঠপাট চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শুধু লুঠপাট নয় লুঠপাটের পরে বাড়িগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর থেকে অসহায় মানুষেরা দক্ষিণ বারাসাতের সিপিএমের পার্টি অফিসে আশ্রয় নেয়।
ওই গ্রামের চালতাবেড়িয়া হাই স্কুলের ছাত্রী আলিমা লস্কর পড়াশোনায় বরাবরই ভাল। এবার মাধ্যমিক দেওয়ার কথা তার, চলছিল প্রস্তুতি। কিন্তু বাড়িতে আগুন লাগায় বই-খাতা যাবতীয় সব কিছুই পুড়ে যায়। সেই কারনে আলিমা কান্নায় ভেঙ্গে পড়েছে। তার স্বপ্ন পূরণ আর কোনও দিনও হবে না ভেবে।