গ্রেপ্তারির ১২ দিন পর স্বস্তি, নিয়োগ দুর্নীতি কাণ্ডে জামিন পেলেন গ্রেপ্তার ৪ শিক্ষক

0
18

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ অগাস্ট, কলকাতাঃ নিয়োগ দুর্নীতি কাণ্ডে জামিন পেলেন টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া চার শিক্ষক। ১২ দিন জেলে থাকার পর অবশেষে শনিবার জামিন পেলেন তাঁরা। এই চারজন প্রাথমিক শিক্ষকই মুর্শিদাবাদ জেলার।

অভিযুক্ত চার শিক্ষককেই এদিন অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিল আদালত। ৬ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে অভিযুক্ত ওই চার প্রাথমিক শিক্ষকের। গত ৭ অগাস্ট সাইগর হুসেন, সীমার হুসেন, জাহিরউদ্দিন শেখ ও সৌগত মণ্ডলকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল আদালত।

তাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁদের সাক্ষী হিসাবে দেখিয়েছিল সিবিআই। কিন্তু বিচারক অর্পণ চট্টোপাধ্যায় সিবিআইকে প্রশ্ন করেন, এদের সাক্ষী হিসেবে কেন হাজির করেছেন, এরা তো অভিযুক্ত। সুতরাং তাঁদের অভিযুক্ত হিসাবে দেখাতে হবে। এ কথা বলে তাঁদের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন বিচারক।

এদিন আদালতে সিবিআই জানায়, ধৃত শিক্ষকরা তদন্তে সহযোগিতা করবে বলে জানিয়েছেন। তারপরই তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করে দেন বিচারক। চার শিক্ষকের আইনজীবী এদিন আদালতের বাইরে বলেন, ‘আদালত জানতে চেয়েছে তদন্তের ক্ষেত্রে সাক্ষ্য দেওয়ার সময় বা কোনও গোপন জবানবন্দি দেওয়ার প্রয়োজন হলে, শিক্ষকরা তাতে ইচ্ছুক কি না। জবাবে শিক্ষকরা জানান, তাঁরা ইচ্ছুক। তখন সিবিআই-এর আইনজীবী কিছুটা আপত্তি তুললেও আদালত জানিয়েছে, যেহেতু এঁরা তদন্তে সহযোগিতায় রাজি, তাই এঁদের আটকে রাখার মতো কোনও কারণ নেই।

এই চারজনের গ্রেপ্তারির পর আরও কয়েকজন শিক্ষককে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিল সিবিআই। তাঁদের থেকে বেশকিছু নথিও আনতে বলা হয়েছিল। সিবিআই দপ্তরে হাজিরা দেন তাঁরা। যদিও তাঁদের মধ্যে কাউকেই গ্রেপ্তার করেনি সিবিআই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here