ভোট পরবর্তী হিংসা শুরু ধূপগুড়িতে, আক্রান্ত ভিলেজ পুলিশ, কাঠগড়ায় বিজেপি

Date:

Share post:

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ জুলাই, ধূপগুড়ি: ভোট পরবর্তী হিংসা শুরু ধূপগুড়িতে। ভোট গণনা চলাকালীন আক্রান্ত ভিলেজ পুলিশ। অভিযোগ, বিজেপি কর্মীরা বেধড়ক মারধর করে এক ভিলেজ পুলিশকে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মল্লিক শোভা এলাকায়। ঘটনার গুরুতর জখম ভিলেজ পুলিশকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

আহত পুলিশ কর্মীর নাম বিপুল রহমান। পুলিশ সূত্রে জানা গিয়েছে , ওই এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা বিজয় উল্লাস করছিল। সেই সময় তৃণমূলের এক নেতার বাড়ির সামনে বাজি পটকা ফাটানো হচ্ছিল।যা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভিলেজ পুলিশ। সেই সময় তার উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। তাঁকে ব্যাপক মারধর করা হয়। পুলিশ সূত্রে খবর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক রাজেশ কুমার সিং বলেন মাত্র এক দুইটি আসনে জিতে সন্ত্রাস সৃষ্টি করছে।যদি এরা ক্ষমতায় আসে তবে মৃত্যু মিছিল শুরু হবে। এই কারণে বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। এদিকে বিজেপির তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপি নেতা চন্দন দত্ত জানান, ওই ভিলেজ পুলিশ তাঁদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেন। পাশাপাশি ভিজেল পুলিশ তৃণমূল হয়ে কাজ করেন বলেও দাবি তাঁর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ভাঙ্গড়ে চললো গু*লি, আ*হত এক ১ সবজি ব্যবসায়ী

দক্ষিণ ২৪ পরগনা, ৯ ফেব্রুয়ারিঃ ভাঙ্গড়ে চললো গুলি। আহত এক ১ সবজি ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে  উত্তর ভাঙ্গড়ের কাশিপুর...

রাজ্যস্তরে খেলতে যাচ্ছে শীতলকুচির ছোট্ট খুদে অর্ঘ্যদীপ বর্মন,খুশির জোয়ার এলাকায়

শীতলকুচি, ৯ ফেব্রুয়ারিঃ অর্ঘ্যদীপ শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় গদাইখোরা খানুয়ার ডাঙ্গা এলাকার বাসিন্দা। সে...

আজ আরজিকর কান্ডের নি*র্যা*তিতা অভয়ার জন্মদিন

কলকাতা, ৯ ফেব্রুয়ারিঃ আজ আরজিকর কান্ডের নির্যাতিতা অভয়ার জন্মদিন। কিন্তু আজও সঠিক বিচার অভয়া পাইনি বলে লড়াই চালিয়ে...

চো*লাই ম*দ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো ইন্দাস থানার পুলিশ

বাঁকুড়া, ৯ ফেব্রুয়ারিঃ ফের বড়সড় সাফল্য বাঁকুড়া জেলা পুলিশের। চোলাই মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো ইন্দাস থানার...