পুলিশের সামনেই মহিলাকে বেধারক মারধর করার অভিযোগ উপপ্রধানের ভাইয়ের বিরুদ্ধে, নীরব পুলিশ

192

মাথাভাঙ্গা, ১২ জুলাইঃ পুলিশের সামনেই মহিলাকে বেধারক মারধর উপ প্রধানের ভাইয়ের নীরব দর্শকের ভূমিকায় পুলিশ। জমিবিবাদকে কেন্দ্র করে এক মহিলাকে বেধরক ভাবে মারধর করার অভিযোগ উঠলো উপপ্রধানের ভাইয়ের বিরুদ্ধে। ঘটনায় আহত মহিলা বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গার পূর্ব খাটেরবাড়ি এলাকার।

এলাকাবাসীরা জানান, আসমা খাতুন নামে এক গৃহবধূ সরকারি জমিতে বাস করছিলেন দীর্ঘদিন ধরে। তবে বাড়ির পাশের একটি নিচু জমি ভরাট করে নিজের দখলে রেখেছিল গত ২০১৯ সাল‌ থেকে। কিন্তু সম্প্রতি হাই ড্রেন হওয়ায় সেই জায়গা প্রশাসন তাদের দখলে নেয়। তবে গতকাল পাশের এক পরিবার জমির পাশে বেড়া দিতে গেলে আসমা খাতুন বাধা দেন এবং বলেন যেহেতু জমিটি প্রশাসনের দখলে রয়েছে তাই প্রশাসন থেকে জমি দিলে তারপর মাপজোক করে বেড়া দিতে কিন্তু সেই সময় মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসেম আলীর ভাই এরশাদ আলি পুলিশের সামনেই আসমা খাতুনকে বেধড়ক ভাবে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর ভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ইতিমধ্যেই স্যোশাল মিডিয়া ভাইরাল হয়েছে উপপ্রধানের ভাইয়ের মারধরের সেই ভিডিও।

যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসেম আলী। তিনি বলেন, মহিলাদের মধ্যে ঝামেলা হয় তবে তার ভাই ফেরাতে গেলে দুজনে পড়ে যায়। মারধরের কোনো ঘটনা ঘটেনি। মিথ্যা অভিযোগ করছে ওই মহিলা।

এ বিষয়ে এডিশনাল এসপি সন্দীপ গড়াই জানান, অভিযোগ জমা হয়েছে তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ। ঘটনায় কিনারুদ্দিন মিয়াকে আটক করেছে পুলিশ