বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশের অভিযোগ,লক্ষ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ তুফানগঞ্জ ১ ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েত বিরুদ্ধে

178

প্রদীপ কুন্ডু, তুফানগঞ্জঃ বেআইনিভাবে তিনতলা বিল্ডিং প্ল্যান পাশের অভিযোগ উঠলো তুফানগঞ্জ ১ ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েত বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রীতিমত শোরগোল তৈরি হয় বিভিন্ন মহলে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা প্রত্যেকেই বিষয়টি এড়িয়ে যান।

জানা গেছে, গ্রাম পঞ্চায়েত এলাকায় দু-তলার বেশি বিল্ডিং নির্মাণ করতে গেলে জেলা পরিষদের অনুমোদন প্রয়োজন হয়। অথচ সেই আইনকে তোয়াক্কা না করে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের অনুমতি নিয়ে বিল্ডিং প্ল্যান তৈরি করা হয়েছে বলে অভিযোগ। যা পুরোপুরি ভুয়ো বলে দাবি করছেন ইঞ্জিনিয়ারদের একাংশ। বিল্ডিং প্ল্যান তৈরিতে ব্যবহার করা হয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধান, নির্মাণ সহায়ক,ইঞ্জিনিয়ার,জেলা পরিষদের আসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ায়ের নকল সই এবং সিল। এমনকি মানি রিসিভের রশিদে জেলা পরিষদের আসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সই নকল করে জমির মালিককে দেওয়া হচ্ছে। বুধবার এনিয়ে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন অন্যান্য ইঞ্জিনিয়াররা।

অভিযোগকারী রবি চন্দ, অতুল চন্দ্র দাসরা বলেন, প্রায় দু বছর থেকে প্রশাসনের চোখে ধুলো দিয়ে এধরনের অনৈতিক কাজ চলছে গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার সৌরভ সরকার এবং নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের এসটিপি দেবজ্যোতি চৌধুরী এই চক্রের মূল পান্ডা। এদিকে ভুয়ো রশিদে গ্রাম পঞ্চায়েতের প্রধানের জায়গায় প্রাক্তন প্রধানের সই রয়েছে। গ্রাহকদের হাতে ভুয়ো প্ল্যান তুলে দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। এতে আমাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামীদিনে যেন এধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে মহকুমা শাসককে লিখিতভাবে জানিয়েছি।

কোচবিহার জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অভিজিৎ বর্মন বলেন,গ্রাম পঞ্চায়েতের রশিদে আমার সই করার কোনো এক্তিয়ার নেই। যদি কেউ করে থাকে তাহলে তা পুরোপুরি ভুয়ো।

এব্যাপারে নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েত প্রধান কোহিনূর খাতুন কোনো মন্তব্য করতে চান নি।

এব্যাপারে তুফানগঞ্জ মহকুমা শাসক বাপ্পা গোস্বামী বলেন, অভিযোগ পেয়েছি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।