কলকাতা, ৩০ সেপ্টেম্বরঃ বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল আগেই। পূর্বসূচি অনুযায়ী সোমবার আরজি মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষের বেলেঘাটার ৮৩, বদন রায় লেনের চারতলা বাড়িটি পুরসভার আইন বা নিয়ম মেনে তৈরি হয়েছে কি না তাই নিয়েই উঠেছে প্রশ্ন। বাড়ির একাংশ বেআইনি ভাবে নির্মিত বলে অভিযোগ উঠেছে। তার ভিত্তিতেই বাড়িটি খতিয়ে দেখতে গেল পুরসভার একটি দল।
আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ ভুরিভুরি। এবার উঠল বেআইনিভাবে বাড়ি তৈরির অভিযোগ। কলকাতা পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে সন্দীপ ঘোষের একটি বাড়ি রয়েছে। অভিযোগ,নিয়ম না মেনে ওই বাড়ি তৈরি করা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর ওই সন্দীপের এক প্রতিবেশী কলকাতা পুরসভার দ্বারস্থ হন। অভিযোগ করেন,চার পাশে ৪ ফুট করে জায়গা না ছেড়ে বাড়ি করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরই সন্দীপ ঘোষের বাড়িতে নোটিস দেয় কলকাতা পুরসভা। জানানো হয় ৩০ সেপ্টেম্বর পুরসভার বিল্ডিং বিভাগের তরফে এই বাড়িটি পরিদর্শন করা হবে। সেই অনুযায়ী,সন্দীপ ঘোষের বাড়ি পরিদর্শনে গেলেন পুরসভার আধিকারিকরা।
সন্দীপ ঘোষের পাশের ফ্ল্যাটের বাসিন্দা,স্বাস্থ্য বিভাগের কর্মী সুপ্রিয়া মুখোপাধ্যায় জানিয়েছেন,তারাই এ বিষয়ে অভিযোগ করেছেন। ২০২১ সালের জুন মাসে তারা প্রথম অভিযোগ করেন। দুটি ফ্ল্যাটের মধ্যে যে কমন দেওয়াল,এক রকম গাজোয়ারি করে প্রায় ১০ ফুট উচ্চতায় বাড়িয়ে নিয়েছিলেন সন্দীপ ঘোষ। সেই সঙ্গে আরও বড় অভিযোগ,পাশের ফ্ল্যাট দিয়ে লোকজন ঢোকার সময় তাদের গায়ের জল এমনকি ড্রিংকসের বোতল নাকি ছুড়ে মারা হত। অত্যন্ত অভদ্র ব্যবহার ছিল সন্দীপ ঘোষের। কর্পোরেশনের কমন প্যাসেজ নিয়ে গায়ের জোরে নিজের মেজাজ মর্জি মতো নির্মাণের অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে।