মাওবাদী-যোগের অভিযোগ,পানিহাটি আর আসানসোলে মহিলার বাড়িতে তল্লাশি পুলিশ ও এনআইএ-এর

12

আসানসোল, ১ অক্টোবরঃ মাওবাদী-যোগের অভিযোগ। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র আতশকাচের তলায় দুই নারী। মঙ্গলবার সকাল থেকেই আসানসোল এবং পানিহাটিতে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর সদস্যদের নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনআইএ আধিকারিকেরা।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, অধিকার নামক এক সংগঠনের ব্যানারে কলিয়ারী ঠিকা শ্রমিকদের অধিকারের দাবিতে কোলিয়ারি ঠিকা মজদুর অধিকার নাম দিয়ে একটি সংগঠন চালান ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করেন সুদীপ্তা পাল ও শিপ্রা চক্রবর্তী। যদিও বা প্রায় বছর পাঁচেক হলেও শিপ্রা চক্রবর্তী এখন আর আসানসোলে সুদীপ্তা দের সঙ্গে থাকে না তিনি বিয়ে করে উত্তর ২৪ পরগনায় চলে গিয়েছেন। পাঁচ বছর আগে পর্যন্ত তারা আসানসোলের বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকত। বর্তমানে সুদীপ্তা পাল একাই আসানসোলের কুলটি থানার অন্তর্গত ডিসেরগড়ে থাকে। এছাড়াও মানবাধিকার সংগঠনের ব্যানার নিয়েও বহু আন্দোলন করেন সুদীপ্তা। আসানসোলে তাদের সংগঠন আছে।

অন্যদিকে একযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটী পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তীর  বাড়িতেও হানা এনআইএ আধিকারিকদের। এর আগে আধিকারিকদের চারজনের সদস্য কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে ভোরবেলা পানিহাটি পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তীর বাড়িতে অভিযান চালায়। বাড়ির ভেতরে এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে এন আই এর আধিকারিকেরা। গোটা এলাকা ঘিরে রেখেছে ঘোলা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শিপ্রা চক্রবর্তী ও তার স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। তারা পানিহাটি পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ড পল্লীশ্রী এলাকায় এই বাড়িতেই থাকে। বাড়ির ভেতর এন আই এর আধিকারিকরা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন।