বিশ্বভারতীতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে ছাত্রীর পোস্ট ভাইরাল, প্রতিবাদে ধর্নায় উপাচার্য

172

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ অগাস্ট, বোলপুরঃ যাদবপুর কাণ্ডের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বিশ্বভারতীর এক ছাত্রীর পোস্ট। সোশ্যাল মিডিয়ায় বিশ্বভারতীর একটি গ্ৰুপে ওই ছাত্রীর অভিযোগ, সংগীত ভবনের অধ্যাপকদের একাংশ তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। ভাইরাল ওই পোস্টের প্রতিবাদে অনশন ও ধর্নায় বসলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

সোমবার সকালে বিশ্বভারতীর সংগীত ভবনের মূল মঞ্চে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কর্মীদের নিয়ে ধর্না শুরু করেন উপাচার্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই পোস্টটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলেই দাবি করেছেন উপাচার্য। তাঁর কথায়, “বিশ্বভারতী কর্তৃপক্ষকে কালিমালিপ্ত করার জন্যই পরিকল্পিতভাবে এমন পোস্ট করা হয়েছে।”

এদিন সকাল ন’টা থেকে শুরু হয়েছে কর্মসূচি, তা বিকেল পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুর ঘটনায় ক্রমেই জোরাল হচ্ছে ব়্যাগিংয়ের তত্ত্ব। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুই পড়ুয়া সহ এক প্রাক্তনীকে।

এমন আবহে সোশ্যাল মিডিয়ায় বিশ্বভারতীর একটি গ্ৰুপে ওই ছাত্রীর আনা শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ওই পোস্টে ছাত্রীর নাম-পরিচয় উল্লেখ নেই। তবে বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে বিশ্ববিদ্যালরের অধ্যাপক ও কর্মীদের নিয়ে এদিন ধর্নায় বসেন উপাচার্য।

যদিও, সংবাদ মাধ্যমকে সংগীত ভবনের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। নিরাপত্তা রক্ষীদের দিয়ে সংগীত ভবনের গেট আটকে রাখা হয়েছে।