চিকিৎসার গাফিলাতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে

150

কোচবিহার, ১৮ মার্চঃ শিশু মৃত্যুর অভিযোগ উঠল কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য হাসপাতালের মাতৃমা বিভাগে।

হাসপাতাল এবং পরিবার সূত্রে খবর,শনিবার রুবি খাতুন নামে এক প্রসূতিকে ভর্তি করা হয়েছিল মাতৃমা বিভাগে। সেখানেই তিনি সন্তান প্রসব করেন। তবে প্রসবের পরই শিশুটিকে আইসিইউ-তে ভর্তি করা হয়। হাসপাতালের পক্ষ থেকে পরিবারকে জানানো হয় শিশুটির শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে।

পরিবারের অভিযোগ,জন্মের পর শিশুটিকে পরিবারের কাউকে দেখতে দেওয়া হয়নি। হঠাৎ সোমবার পরিবারের পক্ষ থেকে জানানো হয় শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনায় ক্ষোভ পরিবারে। পরিবারের সকলে মিলে দায়িত্ব রত চিকিৎসককে এবিষয়ে প্রশ্ন করলে,চিকিৎসক তাদের সাথে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। ঘটনায় বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় কোতোয়ালি থানার পুলিশ।

এবিষয়ে পরিবারের এক সদস্য অভিযোগ করে বলে,হাসপাতালে ডাক্তার বাবুরা শিশুটিকে বদলে দিয়ে তাদের হাতে মরা শিশু তুলে দিয়েছে।

যদিও এবিষয়ে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি বলেন,শিশুটিকে শ্বাসকষ্ট জনিত সমস্যায় আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে দুঃখজনক ভাবে তার মৃত্যু ঘটে। ঘটনাটি কি হয়েছে তা তদন্ত করে খতিয়ে দেখা হবে। এছাড়াও যদি কোন চিকিৎসককে অভিযুক্ত পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।