খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ জুলাই, দক্ষিণ দিনাজপুর: ব্যালট বাক্সে জল ঢালবার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সুকদেবপুর অঞ্চলের জয়দেবপুর এলাকায়। বর্তমানে ভোট বন্ধ রয়েছে জয়দেবপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ১৭৫, ১৭৫A নং বুথে।
এ নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় ভোটকেন্দ্রে। এক পুলিশকর্মীকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুর ১১ টা নাগাদ জয়দেবপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি প্রার্থীসহ অন্যান্য বিজেপি কর্মীরা। সেই সময় এক বিজেপি কর্মী ব্যালট বক্সে জল ঢেলে দেয় বলে অভিযোগ। এরপর তীব্র উত্তেজনা সৃষ্টি হয় ভোটগ্রহণ কেন্দ্রে।
পরবর্তীতে তৃণমূলের কর্মী সমর্থকেরা ভোটগ্রহণ বন্ধ করে দেন। সেই সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল জেলা সভাপতি, গঙ্গারামপুর থানার আইসি সহ বিশাল বাহিনী। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। বিষয়টি নিয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।