নৈহাটিতে উপনির্বাচন চলাকালীনই ভাটপাড়ায় চলল গুলি, জখম তৃণমূল নেতা

20

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৩ নভেম্বর, ভাটপাড়া: নৈহাটি বিধানসভার উপনির্বাচন চলাকালীন ভাটপাড়ায় শুটআউট। গুলিবিদ্ধ তৃণমূল নেতা। জখম তৃণমূল নেতার নাম অশোক সাউ। তাঁর দেহে চারটি গুলি লেগেছে বলে জানা গিয়েছে। অবস্থা আশঙ্কাজনক। তিনি ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড সভাপতি। তবে বর্তমানে কোনও পদে ছিলেন না বলেই দলীয় সূত্রে খবর।

জানা যাচ্ছে, এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন অশোক। সেই সময় ৭-৮ জনের একটি দুষ্কৃতী দল হামলা চালায়। কয়েক রাউন্ড গুলির পর বোমাও ছোড়া হয় বলে দাবি। দোকান সংলগ্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কার্তুজ ও খোল। আহত তৃণমূল নেতাকে দ্রুত ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে বারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা রয়েছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকেরা। যদিও এখনও অভিযুক্তদের খোঁজ মেলেনি। অন্য দিকে, শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, জখম তৃণমূল নেতার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু তার মধ্যেই মৃত্যু হয়েছে অশোকের।