বীরভূম,২২ জুলাইঃ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো ২১ শে জুলাই, রবিবার বিভিন্ন জেলায় গণতন্ত্র হত্যা দিবস পালন করল বিজেপি। বিজেপির দাবি, রাজ্যের অন্তত দু’শো জায়গায় এদিন গণতন্ত্র হত্যা দিবস পালিত হয়। এদিন বৈকালে বীরভূম জেলার দুবরাজপুর থানার সামনে বিক্ষোভ কর্মসূচি করে বিজেপির নেতা কর্মীরা। ২১ শে জুলাই তৃণমূলের শহিদ দিবসের দিন দুবরাজপুর থানার সামনে গণতন্ত্র হত্যা দিবস পালন করল বিজেপি।
এই বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী, দুবরাজপুর শহর মণ্ডল সভাপতি করুণাময় মুখার্জি, দুবরাজপুর ব্লক মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি, সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি মোতাহার হোসেন খান সহ আরও অনেকে। এই বিক্ষোভ সমাবেশে শতাধিক বিজেপি কর্মী অংশগ্রহণ করেন। লোকসভা নির্বাচনে বিজেপির হারার পর এই প্রথম রাজ্য জুড়ে আন্দোলনে নামল বিজেপি।