দিনহাটা, ১৮ মার্চঃ স্কুটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দোকানে সজোরে ধাক্কা মারল একটি চারচাকা অলটো গাড়ি। ঘটনাটি ঘটেছে দিনহাটা শহরের স্টেশন চৌপথি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে,গীতালদহের দিক থেকে আসা অলটো গাড়িটি দিনহাটার দিকে যাচ্ছিল। সেই সময় সামনে থাকা একটি স্কুটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সরাসরি রাস্তার পাশে থাকা একটি দোকানে গিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনার শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীদের অনুমান,গাড়ির গতি আরও বেশি থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। দীর্ঘ প্রচেষ্টার পর ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনার জেরে এলাকায় কিছুক্ষণ চাঞ্চল্যের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।