খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ আগস্ট, নয়াদিল্লি: দেশছাড়া বাংলাদেশের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করল আমেরিকা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে সমবারই তড়িঘড়ি দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বর্তমানে ভারতে তিনি। তবে ভারত ছেড়ে ভিন্ন দেশে আশ্রয় নেওয়ার পথে একের পর এক বাধার সম্মুখীন হচ্ছেন মুজিব-কন্যা।
সোমবার জানা গিয়েছিল, ভারতে পৌঁছে তারপর ব্রিটেনে চলে যাবেন শেখ হাসিনা। বোন শেখ রেহানা ব্রিটিশ নাগরিক। তাঁর মেয়ে ব্রিটেনের সংসদের সদস্যও। সার্বিকভাবে ব্রিটেনে আশ্রয় নিতেই আগ্রহী ছিলেন তিনি। তবে অভিবাসন আইন অনুযায়ী হাসিনাকে আশ্রয় দিতে আগ্রহী নয় ব্রিটেন। তবে তাঁর আবেদন বিবেচনা করে দেখছে কিয়ের স্টার্মার সরকার।
মঙ্গলবার শেখ হাসিনার ভিসা বাতিল করল আমেরিকা। এই পরিস্হিতিতে মুজিবকন্যার পরবর্তী ঠিকানা কী হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।কারণ, আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে আমেরিকার প্রভাব মারাত্মক। তারা ভিসা বাতিল করায় বাকি পশ্চিমী দেশগুলিও সেই পথেই হাঁটবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সূত্রের দাবি, সেক্ষেত্রে হাসিনা রাশিয়া, বেলারুশ বা পশ্চিম এশিয়ার কোনও দেশে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন। এদিকে, আজ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে সর্বদল বৈঠক হয়। সরকারের পাশে থাকার বার্তা বিরোধীদের। ‘বাংলাদেশকে অশান্ত করার নেপথ্যে চিন ও পাকিস্তানের হাত থাকতে পারে’, সর্বদল বৈঠকে উদ্বেগপ্রকাশ করে বলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সবদিকই খতিয়ে দেখা হচ্ছে, জবাবে বলেন বিদেশমন্ত্রী। বৈঠকে গোটা পরিস্থিতির ব্যাখ্যা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।