খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ২২ মার্চ, কলকাতা: আপাতত স্থগিত হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর। চলতি মাসের ২৯ মার্চ রাজ্যে আসার কথা ছিল শাহের। পরের দিন, ৩০ মার্চ দিনভর দলীয় কর্মসূচি ছিল তাঁর। আজ শনিবার জানিয়ে দেওয়া হল, তিনি মার্চের শেষে বাংলার আসছেন না। দলীয় সূত্রে খবর, এপ্রিলে তিনি আসতে পারেন। তবে পরিবর্তিত দিন ক্ষণ এখনও স্থির হয়নি।
দলীয় সূত্রে খবর, ২৮-২৯ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। সেই কারণে ওই সময়ে বাংলায় শাহের রাজনৈতিক কর্মসূচি পিছিয়ে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এর আগে জানুয়ারি মাসে অমিত শাহের রাজ্যে আসার কথা ছিল। পরে সেই কর্মসূচিও বাতিল হয়েছিল। আগামী বছর রাজ্যে বিধানসভার ভোট।
নতুন সভাপতি নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই টালবাহানা চলছে। সুকান্তই সভাপতি থাকবেন না কি অন্য কেউ হবেন, তা স্থির হওয়া এখনও বাকি রয়েছে। ফলে বীতশ্রদ্ধ হয়ে কর্মীরা ঘরে বসে রয়েছেন। দলীয় সূত্রে খবর গতবার বিধানসভা ভোটে লজ্জাজনক হার থেকে শিক্ষা নিয়ে এবার এক বছর আগে থেকেই নির্বাচনকে পাখির চোখ করে ঝাঁপানোর পরিকল্পনা নিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।
সব গোষ্ঠীকে নিয়ে বসে ঐক্যবদ্ধভাবে এখন থেকে যাতে ভোটের জন্য ঝাঁপানো যায় তার লক্ষ্য নিয়েই কলকাতায় আসার কথা ছিল অমিত শাহের। কিন্তু শেষ মুহুর্তে সেই সফর স্থগিত রাখা হয়েছে।